All Tips And Tutorials

Online-money exchanger list

চাকরি ইন্টারভিউ কৌশল: যে কোন চাকরির ইন্টারভিউতে পাস করার ১০ টি সহজ পদ্ধতি

চাকরি ইন্টারভিউ কৌশল: শীর্ষ ১০ পদ্ধতি, চাকরি ইন্টারভিউ, অনেক সময় "ভিভা" হিসেবে বর্ণিত হয়, অনেক সংদর্ভে, আত্মবিশ্বাসের অভাব করতে ...

সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

কিভাবে ভুলে যাওয়া facebook password ফিরে পাবেন..?

0 comments



আমরা সাধারনতন ফেসবুকে লগইন করার সময় password save করে রাখি যাতে করে বার বার লগইন করতে না হয়। এই ভাবে ব্যবহার করতে করতে আমরা অনেক সময় password ভুলে যাই। আপনার আইডি যতক্ষন চলমান থাকবে ততক্ষন কোন সমস্যা হবেনা, কিন্তু যদি একবার কোন কারনে লগআউট হয়ে যায় তাহলে কি করবেন...?  password তো মনে নেই এখন লগইন করবেন কিভাবে..?

আপনি দুই প্রক্রিয়ায় আপনার পাসওয়ার্ড ফিরে পেতে পারেন।
১. Mobile Number দিয়ে।
২. E-Mail Number দিয়ে।

মোবাইল নাম্বার দিয়ে:
আপনার আইডির পাসওয়ার্ড রিকভার করার জন্য প্রথমে আপনি আপনার একাউন্টের about এ যান তারপর মোবাইল নাম্বার অপশানে যান।
সেখানে যদি কোনো নাম্বার সেভ করা থাকে তো ঐ নাম্বারটা আপনার কাছে কিনারে আছে কিনা খোঁজ খবর নেন। থাকলে তো ভালো। আর যদি নাম্বারটা আপনার ধারে কাছে না থাকে তাহলে আপনি আরেকটা নাম্বার যেটা আপনার কাছে আছে সেটা এখন প্রোফাইলে Add করে নিন।
একটা ম্যাসেজ আসবে সেখানে একটা কোডও থাকবে সেটা দিয়ে নাম্বারটাকে এবার কনফার্ম করে ফেলুন।

ইমেইল এড্রেস দিয়ে:
ইমেইলের মাধ্যমে password recover করতে চাইলে আপনার ইমেইল এড্রেস যেটার পাসওয়ার্ড আপনার মনে আছে সেটা আপনি about থেকে E-mail এ গিয়ে Add করে নিন। এড্রেসটাতে একটা মেইল যাবে E-mail confirmation করার জন্য। সেখান থেকে আপনার ইমেইলটা আপনি কনফার্ম করে নিন।
এবার আপনার আইডি লগআউট হয়ে গেলেও কোন সমস্যা নেই। আপনি যে email এবং মোবাইল নাম্বার দিছেন তা দিয়ে password recover করতে পারবেন।

Password recover করা:
যাদের ইতিমধ্যে পাসওয়ার্ড ভুলে যাবার কারনে আর আইডি recover করতে পারেননি তারাও এই পদ্ধতিতে আইডি recover করতে পারবেন।

আপনি ফেসবুকের প্রথম পৃষ্ঠা থেকে forgotten password? অপশানে ক্লিক করুন।
পরবর্তী পেজে একটা বক্স দেখাবে সে বক্সটাতে আপনার ফোন নাম্বার কিংবা মেইল যে কোনো একটা লিখে সার্চ দিন।

দেখবেন আপনার আইডিটা এখানে শো করছে।
এবার কন্টিনিউ করুন।

পরের পেজে ফোন নাম্বারে নাহয় ইমেইলে টিক দিয়ে কন্টিনিউ করুন ।

তাহলে আপনার ফোনে কিংবা মেইলে যেটা আপনি টিক দিয়েছিলেন সেটাতে একটা বার্তা আসবে আর সেখানে একটা কোডও থাকবে।
ওই কোডটা এন্টার করার জন্য পরের পেজে একটা ছোট বক্স পাবেন। সেখানে six digit এর কোডটা লিখে এগিয়ে যান।

এবারের নতুন পেজটাতে আপনি new password এবং confirm password ঘর দুটোতেই একই পাসওয়ার্ড লিখে সেভ করুন।

ব্যস, হয়ে গেল। কাজ শেষ। এবার আইডি নিশ্চিন্তে চালাতে থাকুন।
আশা করি, আপনি খুব সহজে এসব এখন করে ফেলতে পারবেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন