All Tips And Tutorials

Online-money exchanger list

চাকরি ইন্টারভিউ কৌশল: যে কোন চাকরির ইন্টারভিউতে পাস করার ১০ টি সহজ পদ্ধতি

চাকরি ইন্টারভিউ কৌশল: শীর্ষ ১০ পদ্ধতি, চাকরি ইন্টারভিউ, অনেক সময় "ভিভা" হিসেবে বর্ণিত হয়, অনেক সংদর্ভে, আত্মবিশ্বাসের অভাব করতে ...

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

বাংলাদেশ বিষয়ক সাম্প্রতিক গুরুত্বপুর্ণ প্রশ্ন ও উত্তর, ইন্টারভিউতে অবশ্যই কাজে লাগবে।

0 comments
বাংলাদেশ বিষয়ক সাম্প্রতিক গুরুত্বপুর্ণ প্রশ্ন ও উত্তর
বাংলাদেশ বিষয়ক সাম্প্রতিক গুরুত্বপুর্ণ প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ বিষয়ক সাম্প্রতিক গুরুত্বপুর্ণ প্রশ্ন ও উত্তর

০১। প্রশ্ন: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ (Bulbul) বাংলাদেশে আঘাত হানে কবে?
  উত্তর: ৯ সভেম্বর ২০১৯।

০২। প্রশ্ন: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ -এর নামকরণ করে কোন দেশ?
  উত্তর: পাকিস্তান।

০৩। প্রশ্ন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যসংখ্যা কত?
  উত্তর: সভাপতিসহ মোট ১১ জন।

০৪। প্রশ্ন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হতে যাওয়া নতুন দুটি ড্রিমলাইনারের
নাম কী?
  উত্তর: সোনার তরী ও অচিন পাখি।

০৫। প্রশ্ন: জাতীয় সংসদে ‘বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৯
পাস হয় কবে?
  উত্তর: ১২ নভেম্বর ২০১৯।

০৬। প্রশ্ন: বাংলাদেশ প্রতিযোগিতা কমীশনের বর্তমান চেয়ারপার্সন কে?
   উত্তর: মো . মফিজুল ইসলাম।

০৭। প্রশ্ন: পাট থেকে ঢেউটিরেন আবিষ্কারক কে?
উত্তর: ড. মোবারক আহমেদ খান। পাট (jute) দিয়ে তৈরি বলে এ টিনের নাম
জুটিন(jutin)।

০৮। প্রশ্ন: ‘বুড়িগঙ্গা’ ৭১ প্রামাণ্যচিত্রটির পরিচালক কে?
   উত্তর: এনায়েত করিম বাবুল।

০৯। প্রশ্ন: ‘বারি ফিরিঙ্গি-১’ মসলার উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
   উত্তর: বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউট (BARI)।

১০। প্রশ্ন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত উচ্চফলনশীল পুদিনার
জাতের নাম কী?
   উত্তর: বারি পুদিনা-১ এবং বারি পুদিনা-২।

১১। প্রশ্ন: বাংলাদেশে ‍উদ্ভাবিত পাতা পেঁয়াজের নাম কী?
   উত্তর: বারি পাতা পেঁয়াজ-১

১২। প্রশ্ন: ‘পেঁয়াজের ভাণ্ডার’ বলে খ্যাত কোন স্থান?
   উত্তর: পাবনার সাঁথিয়া উপজেলা।

১৩। প্রশ্ন: বাংলাদেশের বাইরে কতটি দেশে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচারিত হচ্ছে?
   উত্তর: ১৪ টি দেশে।

১৪। প্রশ্ন: খাসিয়াদের ভাষায় তাদের বর্ষ বিদায়ের নাম কী?
   উত্তর: খাসি সেঙ কুটস্যাম।

১৫। প্রশ্ন: তঞ্চঙ্গ্যাদের নবান্ন উৎসবের নাম কী?
   উত্তর: নয়াভাত।

১৬। প্রশ্ন: ২০ সভেম্বর ২০১৯ নেদারল্যান্ডসের নাইটহুড খেতাবে ভূষিত হন কে?
   উত্তর: ফজলে হাসান আবেদ।

১৭। প্রশ্ন: ঢাকা স্টক এক্সচেঞ্জের (Dhaka Stock Exchange)- বর্তমান কার্যালয় ঢাকার
কোথায় অবস্থিত?
   উত্তর: নিকুঞ্জ।

১৮। প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমান প্রথম ও শেষ চাকরি করেন কোথায়?
   উত্তর: বিমা খাতে। তিনি চিফ এজেন্ট হিসেবে আলফা ইন্সুরেন্স কম্পানিতে
চাকরি করেছেন; যোগ দেন ১ মার্চ ১৯৬০।

১৯। প্রশ্ন: বাংলাধেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
   উত্তর: মো. হানিফ উদ্দিন মিয়া, তার জন্ম ১ নভেম্বর ১৯২৯ নাটোরের সিংড়ার
হলহলিয়া গ্রামে। ১১ মার্চ ২০০৭ তিনি মৃত্যুবরণ করেন।

২০। প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট ভ্রমণ করেন কবে?
   উত্তর: ৫-৬ নভেম্বর ১৯১৯।

২১। প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট জেলাকে কোন নামে নামকরণ করেন?
   উত্তর: শ্রী ভূমি।

২২। প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট জেলা নিয়ে কোন গ্রন্থটি রচনা করেন?
   উত্তর: মমতাহীন কালস্রোত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন