All Tips And Tutorials

Online-money exchanger list

চাকরি ইন্টারভিউ কৌশল: যে কোন চাকরির ইন্টারভিউতে পাস করার ১০ টি সহজ পদ্ধতি

চাকরি ইন্টারভিউ কৌশল: শীর্ষ ১০ পদ্ধতি, চাকরি ইন্টারভিউ, অনেক সময় "ভিভা" হিসেবে বর্ণিত হয়, অনেক সংদর্ভে, আত্মবিশ্বাসের অভাব করতে ...

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

টি ২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২০ সময়সূচি বাংলাদেশের খেলা কোন কোন দিন এবং কোন কোন দলের সাথে

0 comments

টি ২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২০

টি ২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২০ সময়সূচি

২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে পুরুষ ও নারী টি ২০ বিশ্বকাপের সপ্তম আসর। ২১ ফেব্রয়ারি - ৮ মার্চ ২০২০ অনুষ্ঠিত হবে নারী, টি ২০ বিশ্বকাপ এবং ১৮ অক্টোবর - ১৫ নভেম্বর ২০২০ অনুষ্ঠিত হবে পুরুষ টি ২০ বিশ্বকাপ।

খেলা শুরুর তারিখ: ১৮ অক্টোবর ২০২০
খেলা শেষের তারিখ: ১৫ নভেম্বর ২০২০

বাছাইপর্বে নিশ্চিত দল:
১৮ অক্টোবর - ২ নভেম্বর ২০১৯ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় সপ্তম পুরুষ টি ২০ বিশ্বকাপের বাছাইপর্ব। এতে প্রতিযোগিতা করে ১৪ টি দল। এর মধ্যে থেকে বিশ্বকাপের চুড়ান্তপর্ব নিশ্চিত করে ৬টি দল --
১। নেদারল্যান্ডস
২। পাপুয়া নিউগিনি
৩। আয়ারল্যান্ড
৪। নামিবিয়া
৫। স্কটল্যান্ড
৬। ওমান

বাছাইপর্বের ফাইনালে পাপুয়া নিউগিনিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নেদরল্যান্ডস ।
পাপুয়া নিউগিনি নিজেদের ইতিহাসে ক্রিকেটের যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করবে।

চুড়ান্তপর্বের ১৬ দল:
বাছাইপর্ব থেকে পেরিয়ে আসা ৬ দলসহ সপ্তম পুরুষ টি২০ বিশ্বকাপে চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী ১৬টি দল হলো:-
১। অস্ট্রেলিয়া
২। আফগানিস্তান
৩। বাংলাদেশ
৪। ইংল্যান্ড
৫। ভারত
৬। নিউজিল্যান্ড
৭। পাকিস্তান
৮। দক্ষিণ আফ্রিকা
৯। শ্রীলংকা
১০। উইন্ডিজ
১১। নেদারল্যান্ডস
১২। পাপুয়া নিউগিনি
১৩। আয়ারল্যান্ড
১৪। নামিবিয়া
১৫। স্কটল্যান্ড
১৬। ওমান

বিশ্বকাপ ২০২০
সপ্তম পুরুষ ‍টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দুই ধাপে । সেখানে সুপার টুয়েলভ পর্বে সরাসরি খেলবে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮টি দল:-
১। অস্ট্রেলিয়া
২। আফগানিস্তান
৩। ইংল্যান্ড
৪। ভারত
৫। নিউজিল্যান্ড
৬। পাকিস্তান
৭। দক্ষিণ আফ্রিকা
৮। উইন্ডিজ

বাকি চার দল এ পর্বে আসবে প্রাথমিক রাউন্ড খেলে। প্রাথমিক রাইন্ডে দুই গ্রুপে লড়াই করবে মোট ৮ দল। প্রাথমিক রাউন্ডে উভয় গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সুপার টুয়েলভ পর্বে।

প্রাথমিক রাউন্ডের গ্রুপ:
গ্রুপ এ: শ্রীলংকা, পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড এবং ওমান।
গ্রুপ বি: বাংলাদেশ, নেদারল্যান্ডস, নামিবিয়া এবং স্কটল্যান্ড।

বাংলাদেশের ম্যাচগুলো:

তারিখবিপক্ষ দলবাংলাদেশ সময়
১৯ অক্টোবর ২০২০নামিবিয়াসকাল ৯.০০ টা
২১ অক্টোবর ২০২০নেদারল্যান্ডসদুপুর ২.০০ টা
২৩ অক্টোবর ২০২০স্কটল্যান্ডদুপুর ২.০০টা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন