All Tips And Tutorials

Online-money exchanger list

চাকরি ইন্টারভিউ কৌশল: যে কোন চাকরির ইন্টারভিউতে পাস করার ১০ টি সহজ পদ্ধতি

চাকরি ইন্টারভিউ কৌশল: শীর্ষ ১০ পদ্ধতি, চাকরি ইন্টারভিউ, অনেক সময় "ভিভা" হিসেবে বর্ণিত হয়, অনেক সংদর্ভে, আত্মবিশ্বাসের অভাব করতে ...

বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয় (NU) ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ - ২০২২ ডাউনলোড লিংক ও আবেদন লিংক সহ, এখনি আবেদন করুন।

0 comments
ডিগ্রী ভর্তি সার্কুলার ২০২১ - ২০২২: বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় (NU) অফিসিয়াল ওয়েবসাইটে ডিগ্রী ভর্তি সার্কুলার ২০২১-২২ প্রকাশ করেছে।

আপনি যদি ডিগ্রি কোর্সে ভর্তি হতে আগ্রহী হন তাহলে এই পোস্ট টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের ওয়েবসাইটে ডিগ্রী ও অন্যান্য ভর্তি  সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব।

এছাড়াও, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edubd/admissions বা admissions.nu.edu.bd থেকে সমস্ত তথ্য পাবেন।

২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য ডিগ্রী পাস সার্টিফিকেট কোর্স নিয়মিত এবং প্রাইভেট কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে সম্পূর্ণ বিবরণ নীচে দেখুনঃ

ডিগ্রী ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২
বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় 14 নভেম্বর বিকাল 4:00 টায় ডিগ্রী ১ম বর্ষের ভর্তির তারিখ ঘোষণা করেছে। এবং আবেদনের সময় 28শে নভেম্বর 2021 পর্যন্ত চলবে।

আপনি যদি ডিগ্রী ভর্তি প্রার্থী হন। তাহলে আপনাকে অবশ্যই 28শে নভেম্বর 2021 এর আগে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখের পরে, অনলাইন আবেদন মঞ্জুর করা হবে না।

সকল প্রার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের (NU) অফিসিয়াল ওয়েবসাইট www.nu.edubd/admissions and admissions.nu.edu.bd থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

ডিগ্রী ১ম বর্ষে ভর্তির জন্য গুরুত্বপূর্ণ সময় ও তারিখ নিচে উল্লেখ করা হলঃ

অনলাইন প্রাথমিক আবেদনের তারিখ: ১৪ নভেম্বর ২০২১ থেকে ২৮ নভেম্বর ২০২১ পর্যন্ত।

প্রাথমিক আবেদনপত্র জমা দেওয়ার তারিখ: ১৬ নভেম্বর ২০২১ থেকে ৩০ নভেম্বর ২০২১ পর্যন্ত।

ফি জমা দেওয়ার তারিখ: ১৫ নভেম্বর ২০২১ থেকে ৩০ নভেম্বর ২০২১ পর্যন্ত।

কলেজ কতৃক আবেদন নিশ্চয়নের তারিখ: ১৫ নভেম্বর ২০২১ থেকে ২ নভেম্বর ২০২১ পর্যন্ত।

সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত ফি ব্যাংকে জমা দেওয়ার তারিখ: ৫ ডিসেম্বর ২০২১ থেকে ৯ ডিসেম্বর ২০২১ পর্যন্ত।

১ম মেধা তালিকা প্রকাশের তারিখ: ১০ ডিসেম্বর ২০২১।

আবেদনের যােগ্যতা ও শর্তাবলীঃ
ক) বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শাখা থেকে ২০১৬/২০১৭/২০১৮ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যুনতম
জিপিএ ২.০ এবং ২০১৮/২০১৯/২০২० সালের HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যনতম জিপিএ ২.০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে
পারবে।

খ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড থেকে শুধুমাত্র এইচ.এস.সি. (ভােকেশনাল) এইচ.এস.সি. (বিজনেস্ ম্যানেজমেন্ট) ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

গ) ২০১৬/২০১৭/২০১৮ সালের ০-Level পরীক্ষায় তিনটি বিষয়ে বি গ্রেডসহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং।২০১৮/২০১৯/২০২০ সালের A-Level
পরীক্ষায় একটি বিষয়ে বি গ্রেডসহ অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। এ সকল প্রার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি/ই-মেইল এ্যাড্রেসে (deanug@nubd.info) আবেদন পত্র প্রেরণ করবে। সাদা কাগজে লিখিত আবেদন পত্রে প্রর্থীর ভর্তিচ্ছু প্রতিষ্ঠানের নাম, প্রার্থিত কোর্সের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মােবাইল নম্বর উল্লেখ করতে হবে। এছাড়া আবেদন পত্রের সঙ্গে প্রার্থীর ০-Level ও A-Level পরীক্ষার ট্রান্সক্রিপ্ট শিক্ষা বোর্ড কতৃক সমতা নিরুপনের কপি ও পাসপাের্ট সাইজের দুই কপি ছবি সংযুক্ত করতে হবে।

ঘ) বিদেশী সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বর পত্রের সমতা নিরূপণ করা হলে তারাও এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে। 

ঙ) একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন শিক্ষার্থী স্লাতক (সম্মান), স্লাতক (সম্মান) প্রফেশনাল অথবা স্লাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারীর কোন তথ্য/ছবি অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে তার ভর্তি ও রেজিস্ট্রশন বাতিল বলে গণ্য হবে।

অনলাইনে ডিগ্রী ভর্তির আবেদন করার নিয়মঃ
শিক্ষার্থীরা NU অফিসিয়াল ওয়েবসাইট www.nu.edu.bd অথবা www.nu.edubd/admissions থেকে অনলাইনে আবেদন করতে পারবে। আপনি যদি অনলাইন আবেদন প্রক্রিয়া জানেন না। আপনি এখানে আবেদন সিস্টেম অনুসরণ করতে পারেন

ক) আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Degree Pass Tab-এ গিয়ে Apply Now (Degree Pass) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রােল নম্বর, রেজিস্রেন নম্বর, শিক্ষা বাের্ড/বিশ্ববিদ্যালয়, পাসের সন ও একটি নিবন্ধিত মােবাইল নম্বর (নিজের অথবা অভিভাবকের) সঠিকভাবে এন্ট্রি দিতে হবে উল্লেখ্য যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষার্থীর শিক্ষা সহায়ক সকল তথ্য প্রদানের ক্ষেত্রে এই মােবাইল ন্বরটি ব্যবহার করা হবে। 

খ) ডাটাবেজে সংরক্ষিত তথ্য অনুযায়ী আবেদনকারীর তথ্য ছকে Male এর স্থলে Female অথবা Female এর স্থলে Male প্রদর্শিত হলে Click to Change অপশনে গিয়ে সঠিক Gender এন্ট্রি দিতে হবে। উল্লেখ্য যে, Gender ক্রটির কারণে কোন পুরুষ আবেদনকারী কোন মহিলা কলেজে
আবেদন করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে।

গ) এ পর্যায়ে আবেদনকারী তার ভর্তি যােগ্য (Eligible) কোর্সের তালিকা দেখতে পাবে। আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাভিত্তিক যে কোন কলেজের নাম Select করল সংশ্লিষ্ট কলেজে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি যােগ্য কোর্সসমূহের নাম ও আসনের সংখ্যা দেখতে পাবে। এই তালিকা থেকে আবেদনকারীকে সর্তকতার সঙ্গে তার কোর্সের পছন্দক্রম নির্ধারণ করতে হবে।

ঘ) মুক্তিযােদ্ধার সন্তান/আদিবাসি প্রতিবন্ধি / পােষ্য কোটায় ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীকে তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযােজ্য কোটা Select করতে হবে। এখানে উল্লেখ্য যে, পােষ্য কোটায় শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা আবেদন করতে পারবে। কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে। একজন প্রার্থী এক বা একাধিক কোটায় যােগ্য হলে সেক্ষেত্রে কোটার পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে। কোটার জন্য সংরক্ষিত আসন কোর্সভিত্তিক মােট আসনের অতিরিক্ত হিসাবে বিবেচিত
হবে।

ঙ) প্রাথমিক আবেদন ফরম পূরণের সময় আবেদনকারীর সম্প্রতি তালা পাসপোর্ট আকারের রঙ্গিন ছবি Scan করে আপলোড করতে হবে। ছবির মাপ হবর 120 X 150 pixels, Image Type: jpg এবং maximum file size:50kb.

চ) আবেদনকারীকে সঠিক ছবি ও তথ্যসহ ফর্ম পূরণ করে Submit Application অপশনে ক্লিক করতে হবে। 
ক্লিক করার পর আবেদনকারীর রােল নম্বর ও পিন ওয়েবসাইটে প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলােড করে সংগ্রহ করতে হবে।

ছ) আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফরমের প্রিন্ট/পিডিএফ কপি সংরক্ষণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চশ)
টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মােবাইল ব্যাকিং এর মাধ্যমে যথাসময়ে জমা দিতে হবে। সংশ্লিষ্ট কলেজ যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করবে সে সকল আবেদনকারীকে SMS এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে।

নিচের লিংক থেকে আবেদন করুন এবং সার্কুলার ও নির্দেশনা  ডাউনলোড করুন।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন