All Tips And Tutorials

Online-money exchanger list

Featured Post

জাতীয় বিশ্ববিদ্যালয় (NU) ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ - ২০২২ ডাউনলোড লিংক ও আবেদন লিংক সহ, এখনি আবেদন করুন।

ডিগ্রী ভর্তি সার্কুলার ২০২১ - ২০২২: বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় (NU) অফিসিয়াল ওয়েবসাইটে ডিগ্রী ভর্তি সার্কুলার ২০২১-২২ প্র...

শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

এনড্রইড ডেভেলপার অপশন কী...? কিভাবে চালু করবেন ডেভেলপার অপশন...? জেনেনিন বিস্তারিত

1 comments
আমরা যারা এনড্রইড ফোন নিয়ে বেশি ঘাটাঘাটি মাতামতি করি তারা অবশ্যই জানি ডেভেলপার অপশন কি এবং এটা কতটা গুরুত্বপূর্ণ। তবে অনেকেই এই অপশন সম্পর্কে জানেনা আবার অনেকে হয়ত শুনেছে দুই একবার এর কথা কিন্তু কিভাবে ডেভেলপার অপশন চালু করতে হয় ও ব্যাবহার করতে হয় সেটা জানা নেই।
এনড্রইড ডেভেলপার অপশন কি, ডেভেলপার অপশনের কাজ কি, কি কি সুবিধা এবং কিভাবে চালু করবেন ডেভেলপার অপশন, এই নিয়ে আমার আজকের এই পোস্ট।


ডেভেলপার অপশন কী...?
এন্ড্রোয়েড ডেভেলপার অপশন হল এমন একটি সেটিংস যা দিয়ে আপনার ফোনের অনেক কিছু আপনার নিজের মত করে ব্যবহার করতে পারবেন । এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেম আপনার ফোনটিকে আরো চমৎকারভাবে ব্যবহার করার জন্য এই সেটিংসটি আপনার ফোনে দিয়ে থাকে

ডেভেলপার অপশনটি কিভাবে চালু করবেন...?
আপনার ফোনের সেটিংস এ এই অপশনটি পাবেন । সাধারণত এই অপশনটি আপনি পাবেন না । এটি লোকানো অবস্থায় আপনার ফোনে থাকে । আপনাকে এটি ফোনে আনতে হবে । এটি আপনার ফোনে আনতে হলে আপনাকে আপনার Settings > About Phone > Build Number এ ৭ টি ক্লিক করতে হবে তাহলে সয়ংক্রিয়ভাবে আপনার সেটিংস এ চলে আসবে।
বুঝতে সমস্যা হলে স্কিনসট দেখে নিন
প্রথমে Settings এ যান

এবার About Phone এ যান

Build Number এর উপর ৭ বার টাচ করুন

এবার দেখেন সেটিংসে ডেভেলপার অপশনটি চলে এসেছে।

ডেভেলপার অপশনের কাজ কী...?
ডেভেলপার অপশনের মাধ্যমে আপনি ফোনের বিভিন্ন এডভান্স লেভেলের ফিচার ব্যাবহার করতে পারবেন এবং আপনার ফোনকে আরো আকর্ষনীয় করে তুলতে পারবেন। ডেভেলপার অপশনের মাধ্যমে আপনার ফোনের Usb Debugging, Animation Controll, Show Touches, CPU Usage, এছাড়া আরো অনেক কিছু করতে পারবেন। প্লে স্টোর বাদে অন্য কোন সোর্স থেকে এপ ইনস্টল করতে হলে অরশ্যই আপনাকে ডেভেলপার অপশন থেকে Unown Source অপশনটি অন করে নিতে হবে।

চলুন ডেভেলপার অপশনের কিছু গুরুত্বপূর্ণ কাজ জেনে নিয়ঃ

১ । Take Bug Report
এটি আপনার ফোনের বর্তমান লোকেশন বা তথ্য কোন কিছু ফোনে সমস্যা হলে ইমেইল করে পাটাতে পারবেন
তারা আপনার রিপোর্ট চেক করার পর আপনাকে ইমেইল এর মাধ্যমে নির্দেশনা দিবে।

২ । Stay Awaek
আপনার ফোন চার্য এ থাকা অবস্থায় আলো জালিয়ে রাখতে পারবেন । মানে হল আপনার ফোনের লক থাকুক আর না থাকুক যতক্ষন চার্য হবে আলো জলে থাকবে।

৩ । Running services
এটি হল আপনার ফোনে কতগুলো Software চালো আছে এর মাধ্যমে দেখতে ও বন্ধ করতে পারবেন।
মনে রাখবেন যত বেশি রানিং এপ্স থাকবে আপনার সেট টি তত বেশি স্লু কাজ করবে।

৪ । Usb Debugging
ইউএসবি এর গুরুত্বপুর্ন অপশন এখানে। এটি যদি বন্ধ থাকে তাহলে আপনার কম্পিউটার এর সাথে ফোন USB তে কখনো কানেক্ট করতে পারবেন না।

৫ । Logger Buffer Sizes
এটি হল আপনার অডিও এর কুয়ালিটি। এর সাইজ যত কম থাকবে তত তারাতারি অডিও বিষয়ক সব কিছু কাজ করবে। এইটা সব চেয়ে কমিয়ে রাখার চেষ্টা করবেন।

৬ । Usb Configuration
কম্পিউটার এ আপনার ফোন কোন সিস্টেম এর উপর কানেক্ট করতে চান তা এখানে বাছাই করে দিতে পারবেন।
যেমনঃ শুধু ফোন চার্য হবে, মিডিয়া ট্রান্সফার করা যাবে ইত্যাদি

৭ । Show Touches
আপনার ফোন এর টাচ এর সাথে সাথে গুল একটা স্পর্শ চিহ্ন দেখাবে। এটি মূলত ফোনের স্ক্রিন ভিডিও করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ভিডিওতে কোথায় কোথায় টাচ করা হয়েছিল তা পরিষ্কার ভাবে বুঝা যাই।

৮ । Show Pointer Location
আপনি আপনার ফোনের কোথায় টাচ করেছেন এইটার একটা ছক বা স্কেল আকারে স্ক্রিন এ দেখা যাবে।

৯ । Simulate Secondary Display
আপনার ফোন এর ভেতরে আরেকটি স্ক্রিন দেখতে পারবেন। চেক করার জন্য চালো করে দেখুন।

১০ । Show CPU Usage
আপনার সিপিইউ কত টুকু ভরা বা খালি তা আপনার স্ক্রিন এ দেখতে পারবেন এই অপশন টি চালো করলে।

১১ । Limit Background processe
আপনার ব্যাকগ্রাউন্ড এপ্স এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে সমস্ত ব্যাকগ্রাউন্ড এপ্স বন্ধ করে দিতে পারবেন।

1 টি মন্তব্য: