All Tips And Tutorials

Online-money exchanger list

চাকরি ইন্টারভিউ কৌশল: যে কোন চাকরির ইন্টারভিউতে পাস করার ১০ টি সহজ পদ্ধতি

চাকরি ইন্টারভিউ কৌশল: শীর্ষ ১০ পদ্ধতি, চাকরি ইন্টারভিউ, অনেক সময় "ভিভা" হিসেবে বর্ণিত হয়, অনেক সংদর্ভে, আত্মবিশ্বাসের অভাব করতে ...

বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

নিজেই খুলুন বিকাশ একাউন্ট আর নিয়েনিন ১৫০ টাকা বোনাস (এখনই খুলুন বোনাস অফার সিমিত সময়ের জন্য)

0 comments
বিকাশ একাউন্ট লাগেনা বর্তমানে এমন মানুষ খুজে পাওয়াই মুশকিল। তবে একাউন্ট খুলতে আইডি কার্ডের ফটোকপি লাগবে ছবি লগবে এটা লাগবে ওটা লাগবে এই ঝামেলার কারনে বিকাশ খোলেনা অনেকেই। কিন্তু এখন বিকাশ একাউন্ট খুলতে আর  এইসব ঝামেলা করতে হবেনা, বরং একাউন্ট খুললেই পাবে ১৫০ টাকা বোনাস। তবে এই সুযোগ আর বেশি দিন নেই ২১ ডিসেম্বর পর্যন্ত পাবেন এই বোনাস।

কিভাবে বিকাশ এপ ডাউনলোড করে একাউন্ট খুলবেন এবং ১৫০ টাকা বোনাস পাবেন তা নিয়েই আমার আজকের পোস্ট।


বিকাশ এপের সুবিধাঃ
  • একাউন্ট খুললে পাবেন ৫০ টাকা বোনাস
  • নতুন বিকাশ অ্যাপে লগিন করলে পাবেন ৫০ টাকা বোনাস
  • প্রথম বার ২৫ টাকা রিচার্জে ৫০ টাকা ইনস্ট্যান্ট বোনাস
  • সেন্ড মানি খরচ ফ্রী এবং পে বিল বা পল্লী বিদ্যুৎ বিল প্রদান করার জন্য কোন চার্জ নেই
  • ক্যাশ আউট খরচ হাজারে মাত্র ১৫ টাকা
  • বিকাশ এপের আরো সুবিধা জানতে এখানে দেখুন
কিভাবে এপ দিয়ে বিকাশ একাউন্ট খুলবেন...?
এপ দিয়ে একাউন্ট খুলতে হলে আপনাকে আগে অবশ্যই বিকাশ এপটি ডাউনলোড করে নিতে হবে।
নিচের লিংক থেকে বিকাশ এপ ডাউনলোড করে নিন।


এবার নিচের স্টেপ গুলো ফলো করে একাউনট খুলুন।


১. লগইন/রেজিস্ট্রেশন বাটনে ট্যাপ করুন।


২। নতুন একাউন্ট রেজিস্ট্রেশন এ টাচ করুন।


৩। আপনার মোবাইল নাম্বার দিন।


৪। আপনার সিম অপরেটর সিলেক্ট করুন।


৫। আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোডসহ এস এম এস যাবে। কোডটি ভেরিফিকেশন কোড এর ঘরে বসিয়ে পাশের তির চিহ্নে টাচ করুন।
বিঃদ্রঃ ভেরিফিকেশন কোডটি সব সময় গোপন রাখবেন কারো সাথে শেয়ার করবেননা।


৬। আপনি কোন ভাষায় বিকাশ এপ ব্যাবহার করতে চান তা সিলেক্ট করুন।


৭। এইগুলো হলো বিকাশের নিয়ন ও শর্ত এগুলো পড়ে “আমার সম্মতি আছে” বাটনে টাচ করুন।



৮। এবার আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি দিতে হবে। “NID এর ছবি তুলন“ বাটনে টাচ করুন।


৯। একটি ফ্রেমের ভিতর ক্যামেরা ওপেন হবে। ফ্রেমের ভিতর চার কোনা সমানভাবে রেখে পরিচয়পত্রের সামনের দিকের ছবি তুলুন।


১০। ছবিটি ঠিকমত তোলা হলে “সাবমিট করুন” বাটনে টাচ করুন।


১১। এ্বার একইভাবে পরিচয়পত্রের পেছনের দিবের ছবি তুলে সাবমিট করুন।


১২। এখন দেখেন সয়ংক্রিয়ভাবে আপনার পরিচয়পত্রের সকল তথ্য দেখতে পারবেন। সব ঠিক আছে কিনা তা মিলিয়ে নিয়ে “পরবর্তী” বাটনে টাচ করুন।


১৩। তথ্যগুলো সঠিকভাবে সিলেক্ট করে “পরবর্তী” বাটেনে টাচ করুন।


১৪। এবার আপনার ছবি তুলতে হবে।
  • ছবি তোলার জন্য একটু আলকিত জায়গায় গিয়ে তুলতে হবে যাতে একপাশে বেশি আলো একপাশে কম আলো না পড়ে।
  • ফ্রেমের ভেতর যাতে আপনার ফেসটা সুন্দরভাবে দেখা যায় এমনভাবে মোবাইলটা ধরতে হবে।
  • মোবাইল সামনে কিছুক্ষণ ধরে রাকতে হবে কোনকিছুতে টাচ করা লাগবেনা সয়ংক্রিয়ভাবেই স্কানিং হয়ে  উঠবে।


১৫। ছবি তোলা হয়ে গেলে “নিশ্চিত করুন” বাটনে টাচ করুন।


১৬। সফলভাবে একাউন্ট খোলা সম্পন্ন হলে আপনার ফোনে এস এম এস চলে যাবে।

ব্যাস হয়ে গেল আপনার বিকাশ একাউন্ট খোলা।

কিভাবে ১৫০ টাকা পাবেন...?
আপনার বিকাশ একাউন্ট খোলা শেষ। এরপর আপনাকে বিকাশের পিন কোড সেট করতে হবে। আর বোনাস পাওয়ার জন্য লগিন করতে হবে। পরবর্তী করণীয়গুলো নিচে দেওয়া হলোঃ
  • *247# ডায়াল করুন
  • Active manu pin অপশন দেখবেন। 1 লিখে SEND দিন।

  • এরপর আপনার বিকাশ একাউন্টের জন্য নতুন ৫ ডিজিটের পিন নম্বর দিয়ে SEND দিন।
  • পিন নম্বরটি কনফার্ম করার জন্য একই পিন পুনরায় দিয়ে SEND দিন।

  • এরপর বিকাশ এপে গিয়ে লগিন করুন।
  • লগিন করার সাথে সাথে আপনি ১০০ টাকা বোনাস পাবেন।
  • এরপর যেকোন নম্বরে ২৫ টাকা মোবাইল রিসার্জ করুন।
  • সাথে সাথে আরো ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন।
আরো বোনাস পেতে অন্যকেও আপনার রেফারাল লিংকের মাধ্যমে একাউন্ট খুলতে বলুন। কেউ আপনার লিংকের মাধ্যমে বিকাশ একাউন্ট খুললে সেও বোনাস পাবে আর আপনিও ৫০ টাকা বোনাস পাবেন।

আশাকরি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন