All Tips And Tutorials

Online-money exchanger list

চাকরি ইন্টারভিউ কৌশল: যে কোন চাকরির ইন্টারভিউতে পাস করার ১০ টি সহজ পদ্ধতি

চাকরি ইন্টারভিউ কৌশল: শীর্ষ ১০ পদ্ধতি, চাকরি ইন্টারভিউ, অনেক সময় "ভিভা" হিসেবে বর্ণিত হয়, অনেক সংদর্ভে, আত্মবিশ্বাসের অভাব করতে ...

রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

এন্ড্রইড মোবাইল দিয়ে কিভাবে পিডিএফ (PDF) ফাইল তৈরি করবেন

0 comments

কিভাবে PDF ফাইল তৈরি করবেন


পিডিএফ ফাইল কি তা আমরা সবাই কমবেশি জানি কিন্তু পিডিএফ ফাইল কিভাবে তৈরি করতে হয় তা অনেকেই জানিনা। অনেক সময় অনেক কারনে অকারনে কাজে অকাজে আপনারও পিডিএফ ফাইল তৈরি করার প্রয়োজন পড়তে পারে। সুতরাং আজকেই জেনে নিন কিভাবে পিডিএফ ফাইল তৈরি করতে হয়।

কিভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন...? এবার আসি আসল কথায় কিভাবে মোবাইল দিয়েই পিডিএফ ফাইল তৈরি করবেন। পিডিএফ ফাইল তৈরি করতে প্রথমে আপনাকে একটি এপ ডাউনলোড করতে হবে। এপটি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।


এপটি ডাউনলোড করে ওপেন করুন তারপর নিচের নির্দেষনা গুলো অনুসরন করুন।

১। এপটি ওপেন করার পর নিচের মত স্কিন আসবে। এখানে দুইটি অপশন আছে "OK" এবং " NOT NOW" আপনি যদি পিডিএফ ফাইল তৈরি করার সময় আপনার ফোনের কাস্টম ফন্ট অথাৎ স্টাইলিস লেখা ব্যবহার করতে চান তাহলে OK দিন। এতে একটু ঝামেলাও আছে এপের পারমিশন দেওয়া লাগবে আর যদি আপনি কাস্টম ফন্ট ব্যাবহার না করতে চান তাহলে কোন ঝামেলা না করে "NOT NOW" বাটনে ক্লিক করুন। আমি এপের ফন্ট পারমিশনটা দিয়েই দেখাবো তাই আমি "OK" ক্লিক করলাম।
কিভাবে পিডিএফ (PDF) ফাইল তৈরি করবেন

২। "OK" বাটনে ক্লিক করলে নিচের মত আসবে এখান থেকে PDF Creator এপের উপর ক্লিক করুন।
কিভাবে পিডিএফ (PDF) ফাইল তৈরি করবেন

৩। "Permit usage access" বাটনটি অন করে দিন।
কিভাবে পিডিএফ (PDF) ফাইল তৈরি করবেন

৪। নিচের মত আসবে "CANCEL" বাটনে ক্লিক করুন।
কিভাবে পিডিএফ (PDF) ফাইল তৈরি করবেন

৫। নিচের মত আসবে, পিডিএফ ফাইল তৈরি করতে + চিহ্নে ক্লিক করুন। কিভাবে পিডিএফ (PDF) ফাইল তৈরি করবেন

৬। এবার PDF ফাইলটা যে নামে সেভ করতে চান সেই নাম দিয়ে "OK" বাটনে ক্লিক করুন। দাড়ান এখানে কিছু জানার আছে। New PDF File লেখার নিচে দেখেন Standard PDF লেখা একটা স্পিনার আছে ওটাতে ক্লিক করুন। কিভাবে পিডিএফ (PDF) ফাইল তৈরি করবেন

৭। এবার দেখেন আরো ৩ টা অপশন আসছে। Image to PDF এই অপশনের মাধমে আপনি picture থেকে PDF তৈরি করতে পারবেন। তার নিচে আছে Web To PDF এটা দিয়ে web page থেতে PDF তৈরি করতে পারবেন। তার নিচে PDF Form (CV, Resume,et) এইটা দিয়ে CV ফরমেটে PDF তৈরি করা যাবে। আমি সাধারন একটা PDF তৈরি করব তাই Standard ই রেখে "OK" তে ক্লিক করলাম। কিভাবে পিডিএফ (PDF) ফাইল তৈরি করবেন

৮। OK তে ক্লিক করার পর নিচের মত আসবে আবারো "OK" দিন। কিভাবে পিডিএফ (PDF) ফাইল তৈরি করবেন

৯। নিচের মত স্কিন আসবে। এখানে কিছু জানার আছে, নিচের ছবিতে দুইটা অপশন দেখাচ্ছে "DISABLE" আরেকটা "ENABLE" আপনি যদি চান আপনার লেখা পেজ পেজ হবে অর্থাৎ প্রতিটা পেজ আলাদা আলাদা হবে তাহলে "ENABLE" দিন। আর যদি চান কোনো পেজ আলাদা হবেনা তাহলে "DISABLE" দিন এতে সব লেখাই এক পেজে দেখাবে কোনো পেজ আলাদা হবেনা। তো আমি ENABLE দিলাম। কিভাবে পিডিএফ (PDF) ফাইল তৈরি করবেন

১০। এবার PDF ফাইলে যা যা লিখতে চান তা সব লিখে চোখের মত বাটনে ক্লিক করুন। কিভাবে পিডিএফ (PDF) ফাইল তৈরি করবেন

১১। নিচের মত আসবে এখান থেকে PDF লেখা বাটনে ক্লিক করুন। কিভাবে পিডিএফ (PDF) ফাইল তৈরি করবেন

১২। ব্যাস হয়ে গেলো আপনার PDF ফাইল তৈরি। file টা Internal Storage বা ফোন মেমরিতে PDF Creator নামে একটা ফোল্ডারে সেভ হয়েছে। কিভাবে পিডিএফ (PDF) ফাইল তৈরি করবেন


এখানে আপনি ইংরেজি এবং বাংলায়ও PDF ফাইল তৈরি করতে পারবেন এমনকি আপনার ফোনে থাকা বিভিন্ন স্টাইলিস ফন্টও ব্যবহার করতে পারবেন।

নিয়মিত বিভিন্ন রকম টিপ্স পেতে AllTipsBD এর সাথেই থাকুন।
ধন্যবাদ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন