All Tips And Tutorials

Online-money exchanger list

চাকরি ইন্টারভিউ কৌশল: যে কোন চাকরির ইন্টারভিউতে পাস করার ১০ টি সহজ পদ্ধতি

চাকরি ইন্টারভিউ কৌশল: শীর্ষ ১০ পদ্ধতি, চাকরি ইন্টারভিউ, অনেক সময় "ভিভা" হিসেবে বর্ণিত হয়, অনেক সংদর্ভে, আত্মবিশ্বাসের অভাব করতে ...

সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

কিভাবে পেয়জা একাউন্ট খুলবেন এবং ব্যাংক একাউন্ট দিয়ে ভেরিফাই করবেন।

1 comments
কিভাবে পেয়জা একাউন্ট খুলবেন এবং ব্যাংক একাউন্ট দিয়ে ভেরিফাই করবেন।

 ⏩ পেয়জা (Payza) একাউন্ট কি..?
 পেয়জা হলো একটি অনলাইন ওয়ালেট। বাংলাদেশে মানুষ সাধারনত টাকা লেনদেন এর জন্য বিকাশ ব্যবহার করে থাকে। এই লেনদেন শুধু বাংলাদেশের মধ্যেই হয়ে থাকে। কিন্তু আমরা যদি আমেরিকা, ইংল্যান্ড, জাপান ইত্যাদি দেশ থেকে টাকা আনতে চাই তাহলে হয়ত ব্যাংক একাউন্ট দিয়ে আনতে হবে অথবা অন্য কোন উপায়ে। অন্য অনেক উপায় আছে যার মধ্যে সবচেয়ে উত্তম হলো পেয়জা। 
  
⏩ কিভাবে পেয়জা  একাউন্ট খুলবেন..?
পেয়জা একাউন্ট খুলতে প্রথমে এই লিংকে ক্লিক করুন



এবার নিচের নির্দেশনাগুলো ফলো করুন এবং সেই অনুযায়ী কাজ করুন।

গুরুত্বপুর্ণ কিছু পোস্ট




কিভাবে পেয়জা একাউন্ট খুলবেন এবং ব্যাংক একাউন্ট দিয়ে ভেরিফাই করবেন।

(1) SIGN UP বা  Get your personal account এ ক্লিক করুন।
কিভাবে পেয়জা একাউন্ট খুলবেন এবং ব্যাংক একাউন্ট দিয়ে ভেরিফাই করবেন।

(2) এবার  Personal এর নিচে Select লিখায় ক্লিক করুন।
কিভাবে পেয়জা একাউন্ট খুলবেন এবং ব্যাংক একাউন্ট দিয়ে ভেরিফাই করবেন।


(3) Mr. সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড দেখে বা পাসপোর্ট দেখে নামের কিছু অংশ First Name এ এবং বাকি অংশ Last Name এ বসান।
(4) আপনার ইমেইল বসান। অবশ্যই Gmail বা  Yahoo এসব ইমেইল ব্যবহার করবেন।
(5) আপনার পাসোয়ার্ড দিন। 

পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই নিচের বিষয়গুলো খেয়াল রাখবেন।
পাসোয়ার্ডটি অবশ্যই ৮ ডিজিট বা তার বেশি হতে হবে। 
কমপক্ষে  একটি ক্যাপিটাল লেটার , একটি স্মল লেটার এবং একটি সংখ্যা বা যতিচিহ্ন থাকতে হবে।উদাহরণঃ Alamin-200

(6) এর পর GET STARTED এ ক্লিক করুন। GET STARTED এ ক্লিক করার পর আপনার ইমেইল এ একটি মেইল যাবে। আপনাকে মেইল ভেরিফিকেশন করতে হবে। আপনার মেইল ভেরিফিকেশন পরে করবেন। আমি শেষের দিকে দেখাবো কিভাবে মেইল ভেরিফিকেশন করে। আগে পেয়জার কাজ সম্পন্ন করুন।


কিভাবে পেয়জা একাউন্ট খুলবেন এবং ব্যাংক একাউন্ট দিয়ে ভেরিফাই করবেন।

(7) ৬ নং এর কাজ শেষ হলে TAKE ME HOME এ  ক্লিক করুন।
কিভাবে পেয়জা একাউন্ট খুলবেন এবং ব্যাংক একাউন্ট দিয়ে ভেরিফাই করবেন।

(8) এবার আপনার প্রোফাইল সেট করার পালা।  এখন আপনি  Complete profile  setup এ ক্লিক করুন।
কিভাবে পেয়জা একাউন্ট খুলবেন এবং ব্যাংক একাউন্ট দিয়ে ভেরিফাই করবেন।

(9) Get Started এ ক্লিক করুন।
কিভাবে পেয়জা একাউন্ট খুলবেন এবং ব্যাংক একাউন্ট দিয়ে ভেরিফাই করবেন।

(10) এখানে আপনার কোন কোম্পানী বা ব্যবসা প্রতিষ্ঠান থাকলে সিলেক্ট করুন আর না থাকলে আমার মত Education And Teaching  সিলেক্ট করে দিন।
(11) আপনার জব কি সেটি সিলেক্ট করুন আর না হয় আমার মত Home Tutor সিলেক্ট করে দিন।
(12) আপনার তথ্য দেয়া শেষ হলে  Save and Continue তে ক্লিক করুন।
কিভাবে পেয়জা একাউন্ট খুলবেন এবং ব্যাংক একাউন্ট দিয়ে ভেরিফাই করবেন।

(13) NID বা  Passport দেখে আপনার বাড়ির ঠিকানা দিন।
(14) আপনি কোন শহরে থাকেন সেটির নাম দিন।
(15) এখানেও আপনার শহরের নামটি দিন।
(16) যদি Bangladesh সিলেক্ট করা থাকে তাহলে ভালো আর নাহয় Bangladesh সিলেক্ট করে দিন।
(17) আপনার পোস্টাল কোড মানে আপনার ডাকঘর নম্বর দিন। এটি আপনার NID তে ডাকঘর এর এর পাশে লিখা থাকবে।  আবার Save and continue তে ক্লিক করুন।
কিভাবে পেয়জা একাউন্ট খুলবেন এবং ব্যাংক একাউন্ট দিয়ে ভেরিফাই করবেন।

(18) আপনার ফোন নম্বর টি দিন। ফোন নম্বর দেয়ার সময় ০ দিলেও পারেন আবার ০(শূণ্য) না দিলেও পারেন।
(19) আবার Save and continue তে ক্লিক করুন।
কিভাবে পেয়জা একাউন্ট খুলবেন এবং ব্যাংক একাউন্ট দিয়ে ভেরিফাই করবেন।

(20) যেকোন একটি প্রশ্ন সিলেক্ট করুন । যদি আপনাকে কখনো জিজ্ঞেস করা হয় তাহলে যেন উত্তর দিতে পারেন এমন প্রশ্ন সিলেক্ট করুন।
(21) ২০ নং এ যে প্রশ্ন টি সিলেক্ট করেছেন তার উত্তর টি নিজের ইচ্ছা মত দিন।
(22) NID দেখে জন্ম মাস, তারিখ, সাল পূরণ করুন। ভুল করবেন না কেননা তাহলে ভেরিফাই হবে না। আর ভেরিফাই না হলে ১০০ ডলারের বেশি লেনদেন করতে পারবেন না।
(23) Secuiruty PIN টি দিন। এটি টাকা/ডলার লেনদেন করতে কাজে লাগবে। এই পিনটি ৪-৮ ডিজিটের মধ্যে দিন। যেমনঃ 222333 বা  435897 বা 111222।
(24) Save and finish এ ক্লিক করুন।


**আপনার সকল ডাটা সেট আপ করা শেষ। এবার ইমেইল  ভেরিফাই এবং আইডিন্টি ভেরিভাই এর কাজ বাকি।

কিভাবে পেয়জা একাউন্ট খুলবেন এবং ব্যাংক একাউন্ট দিয়ে ভেরিফাই করবেন।
 (25)এবার নতুন একটি ট্যাব খুলুন এবং সেই ট্যাবে আপনি যেই ইমেইল দিয়ে পেয়জা একাউন্ট খুলেছেন সেই ইমেইল এ লগ ইন করুন। দেখবেন Payza থেকে একটি মেইল এসেছে। সেখানে এ ক্লিক করলেই আপনার ইমেইল টি ভেরিফাই হয়ে যাবে।

1 টি মন্তব্য: