All Tips And Tutorials

Online-money exchanger list

চাকরি ইন্টারভিউ কৌশল: যে কোন চাকরির ইন্টারভিউতে পাস করার ১০ টি সহজ পদ্ধতি

চাকরি ইন্টারভিউ কৌশল: শীর্ষ ১০ পদ্ধতি, চাকরি ইন্টারভিউ, অনেক সময় "ভিভা" হিসেবে বর্ণিত হয়, অনেক সংদর্ভে, আত্মবিশ্বাসের অভাব করতে ...

বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান (পর্ব ১)

0 comments

সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদের পরীক্ষার প্রশ্ন সমাধান

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় ৬ সেপ্টেম্বর ২০১৯

সহকারী শিক্ষক পদের পরীক্ষার প্রশ্ন সমাধান
১। ‘ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি?
(খ) বিশেষভাবে বিশ্লেষণ।
২। নিচের কোনটি পর্তুগিজ শব্দ?
(খ) আলপিন।
৩। শব্দের মূলকে কী বলে?
(ক) প্রকৃতি।
৪। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি?
(ঘ) ৩৯ টি।
৫। সাুধ ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি?
(খ) ক্রিয়া ও সর্বনাম পদে।
৬। ‘মনমাঝি’ কোন সমাসের উদাহরণ?
(গ) রুপক কর্মধারয়।
৭। ‘আগুন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ঘ) অনল।
৮। কোন বানানটি শুদ্ধ?
(ঘ) ইতঃপূর্বে।
৯। ‘দুর্গতি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) দুঃ + গতি।
১০। ‘বিলাপ’ এর বিপরীত শব্দ কোনটি?
(ঘ) হাস্য।
১১। উৎপত্তি অনুসারে বাংলাভাষার শব্দভান্ডারকে কত ভাগে ভাগ করা হয়েছে?
(গ) ৫ভাগে।
১২। ‘পরাগ, বইটি দিয়ে যাও’ বাক্যে ‘পরাগ’ কোন পদ?
(ক) সম্বোধন পদ।
১৩। ‘তিনি ধনী কিন্তু কৃপণ’ - কোন জাতীয় বাক্যের উদাহরণ?
(খ) যৌগিক।
১৪। ‘রাই কুড়িয়ে বেল’ বাগধারাটির অর্থ কোনটি?
(ক) ক্ষুদ্র থেকে বড়।
১৫। ‘যে আপনার রং লুকায়’ তাকে এক কথায় কী বলে?
(খ) বর্ণচোরা।
১৬। বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
(খ) দাঁড়ি।
১৭। বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে?
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৮। ‘অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে’ কার?
(ক) উপসর্গ।
১৯। ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
সঠিক উত্তরঃ দুল্+অনা।
২০। কারক কয় প্রকার?
(খ) ৬ প্রকার।
২১। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
(ঘ) চর্যাপদ।
২২। বাংলা সাহিত্যের ‘যুগ সন্ধিক্ষণের’ কবি কে?
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২৩। বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
(ক) মাইকেল মধুুসূদন দত্ত।
২৪। ‘বনফুল’ কোন লেখকের ছদ্মনাম?
(গ) বলাইচাঁদ মুখোপাধ্যায়।
২৫। ‘গৌড়ীয় ব্যাকরণ’ কার রচনা?
(গ) রাজা রামমোহন রায়।
২৬। ‘পাখি সব করে রব রাতি পোহাইল’- পঙ্গক্তিটির রচয়িতা কে?
(গ) মদনমোহন তর্কালঙ্কার।
২৭। রবিনাদ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
(খ) গীতাঞ্জলি।
২৮। কোন সালে কাজী নজরুল ইসলাম ব্যাধিতে আক্রান্ত হয়ে বাক্শক্তিরহিত হন?
সঠিক উত্তর ঃ১৯৪২ সালে।
২৯। কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি প্রকাশিত হয়?
(ঘ) বিজলী।
৩০। ‘কাঁদো নদী কাঁদো’ কার উপন্যাস?
(খ) সৈয়দ ওয়ালিউল্লাহ।
৩১। হুমায়ুন আহমেদের ‘শ্যামল ছায়া’ উপন্যাসের পটভূমি হচ্ছে-
(গ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
৩২। ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা?
(গ) উপন্যাস।
৩৩। ‘মৈয়মনসিংহ গীতিকা’ - এর সংগ্রাহক কে ছিলেন?
(ক) চন্দ্রকুমার দে।
৩৪। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাটকের রচয়িতা কে?
(গ) সৈয়দ শামসুল হক।
৩৫। ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসের রচয়িতা কে?
(গ) মানিক বন্দ্যোপাধ্যায়।
৩৬। কবি শামসুর রহমানের পৈত্রিক নিবাস কোন গ্রামে?
(গ) পাড়াতলী।
৩৭। মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের পরিপ্রেক্ষিত হচ্ছে-
(গ) ভাষা আন্দোলন।
৩৮। ‘সিরাজুম মুনীরা’ কাব্যগ্রন্থের কবি কে?
(খ) ফররুখ আহমদ।
৩৯। কাজী নজরুর ইসলামের ‘আলেয়া’ কোন ধরনের রচনা?
(ঘ) গীতিনাট্য।
৪০। কবিতার ছন্দ সাধারণত কত প্রকার ?
(খ) ৩ প্রকার।
৪১। ‘স্বভাব কবি’ বলা হয় কাকে?
(ঘ) গোবিন্দচন্দ্র দাসকে।
৪২। ‘গুলিয়া’ কবিতাটির রচয়িতা কে?
(খ) নির্মলেন্দু গুণ।
৪৩। ‘মধুমালতী’ কাব্যগ্রন্থের কবি হলেন-
(ঘ) সৈয়দ হামজা।
৪৪। মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কী?
(ক) চণ্ডীমঙ্গল।
৪৫। নিচের কোনটি জীবনানন্দ দাসের রচনা?
(ক) ঝরা পালক।
৪৬। ‘বিসর্জন’ নবীন্দ্রনাথ ঠাকুরের রচিত-
(ক) কাব্যনাটক।
৪৭। ‘বসন্তকুমারী’ নাটকের নাট্যকার হলেন-
(ঘ) মীর মশাররফ হোসেন।
৫০। ‘সতী ময়না’ও ‘লোরচন্দ্রানী’ আখ্যানের রচয়িতা কে?
(ক) দৌলত কাজী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন