All Tips And Tutorials

Online-money exchanger list

চাকরি ইন্টারভিউ কৌশল: যে কোন চাকরির ইন্টারভিউতে পাস করার ১০ টি সহজ পদ্ধতি

চাকরি ইন্টারভিউ কৌশল: শীর্ষ ১০ পদ্ধতি, চাকরি ইন্টারভিউ, অনেক সময় "ভিভা" হিসেবে বর্ণিত হয়, অনেক সংদর্ভে, আত্মবিশ্বাসের অভাব করতে ...

বুধবার, ১৪ মার্চ, ২০১৮

বিসিএস পরিক্ষার জন্য গণিতের শর্টকাট ১০ টি টিপ্স

0 comments

এই লিখাটা এক মাসে ম্যাথ প্রিপারেশনের ১টা ম্যারাথন গাইডলাইন । এই গাইডলাইন আইবিএ, ব্যাংক জবস , বিসিএস সহ মোটামুটি সব জায়গায় কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ্‌ !
এখানে আমি আইবিএকে স্ট্যান্ডার্ড ধরে আগাচ্ছি । কারণ আইবিএর ম্যাথ প্রিপারেশন যদি ভালো ভাবে নেন তাহলে বিসিএস, ব্যাংক জবস, ইএমবিএ নিয়ে আপনার কোন টেনশন করতে করতে হবে না ইনশাআল্লাহ্‌ ।

আমি নিজেও মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের জুনিয়ার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে সিলেক্ট হবার  আগে এভাবেই প্রস্তুতি নিয়েছি ।
১। প্রথমে অফিসিয়াল জিম্যাট, নোভা’স জিম্যাট অথবা জিআরই, ম্যানহাটন জিম্যাট থেকে আইবিএর এক্সামের টপিকগুলো বাছাই করুন ।
২। এরপর চ্যাপ্টারওয়াইজ ফর্মুলাগুলো ১টা করে ব্ল্যাংক শিটে লিখে ফেলুন ।

৩। এরপর আইবিএ এমবিএ এবং বিবিএর শেষ ১৫ বছরের প্রশ্নগুলো শলভ করা শুরু করুন ।টার্গেট যদি জব প্রিপারেশন এক্সাম হয় তাহলে যেকোন জব সলিউশন ধরে শলভ করে ফেলুন ।
৪। প্রতিদিন ২টা করে ইয়ার ধরে শলভ করুন । এভাবে ১৫ দিনের মধ্যে ১৫ বছরের প্রশ্ন শলভ হয়ে যাবে ।
৫। প্রশ্নগুলো শলভ করার পর প্রতি ইয়ারের যে ম্যাথগুলো ভুল হচ্ছে সেগুলোর ১টা ব্ল্যাঙ্কসিটে টুকে নিন ।
৬। এবার খেয়াল করলে দেখতে পাবেন একই ম্যাথ আপনি বারবার ভুল করছেন ।

৭। এবার সে ম্যাথগুলোর একবারে সহজ সল্যুশনগুলো প্রশ্নগুলোর নিচে টুকে নিন । মনে রাখবেন ৫০০ ম্যাথ করার চেয়ে বুঝে বুঝে ৫০ ম্যাথ ৫ বার করে করা অনেক ভালো ফল বয়ে আনে ।

৮। এবার যে ম্যাথগুলো ভুল করেছেন জাস্ট সে চ্যাপ্টারের ম্যাথগুলো উপরে উল্লেখিত বইগুলো থেকে করে ফেলুন ১০ দিনের মধ্যে ।
৯। এবার চ্যাপ্টারওয়াইজ যে ম্যাথগুলো ভুল হচ্ছে সেগুলো ১টা ব্ল্যাংক পেপারে টুকে নিন ।
১০। এরপর ১৫ দিন জাস্ট এই ভুল করা ম্যাথগুলোই করুন । কমপক্ষে তিন বার রিভাইস করুন ।
ব্যাস হয়ে গেল এক মাসে ম্যাথ প্রিপারেশন !
হ্যাপি প্রিপেয়ারিং !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন