All Tips And Tutorials

Online-money exchanger list

চাকরি ইন্টারভিউ কৌশল: যে কোন চাকরির ইন্টারভিউতে পাস করার ১০ টি সহজ পদ্ধতি

চাকরি ইন্টারভিউ কৌশল: শীর্ষ ১০ পদ্ধতি, চাকরি ইন্টারভিউ, অনেক সময় "ভিভা" হিসেবে বর্ণিত হয়, অনেক সংদর্ভে, আত্মবিশ্বাসের অভাব করতে ...

মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

প্রাথমিক শিক্ষা সমাপনি (পিএসসি) ও ইবতেদায়ী পরীক্ষার রুটিন ২০১৯ ডাউনলোড করুন

0 comments

পিএসসি ও ইবতেদায়ী রুটিন ২০১৯

পিএসসি ও ইবতেদায়ী রুটিন ২০১৯

পিএসসি রুটিন ২০১৯
২০১৯ সালের পিএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পিএসসি রুটিন ২০১৯ শিক্ষা অধিদপ্তর কতৃক প্রকাশ কারার সাথে সাথে আমাদের সাইটে AllTipsBD তে প্রকাশ করা হয়। পিএসসি রুটিন ২০১৯ অনুযায়ী ২০১৯ সালের পিএসসি পরীক্ষা শুরু হবে ১৭/১১/২০১৯ এবং শেষ হবে ২৪/১১/২০১৯ তারিখ। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০:৩০ থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য ৩০ মিনিট সময় বেশি বরাদ্দ রাখা হয়েছে।

ইবতেদায়ী রুটিন ২০১৯
পিএসসি পারীক্ষার রুটিন ২০১৯ প্রকাশের সাথে সাথে ইবতেদায়ী পরিক্ষার রুটিন ২০১৯ ও প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ইবতেদায়ী পরীক্ষাও শুরু হবে ১৭/১১/২০১৯ এবং শেষ হবে ২৪/১১/২০১৯ তারিখ। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০:৩০ থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত। ইবতেদায়ী পরীক্ষার ক্ষেত্রেও বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য ৩০ মিনিট সময় বেশি বরাদ্দ রাখা হয়েছে।

বিঃদ্রঃ পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌছাতে হবে এবং এটা বাধ্যতামূলক করা হয়েছে।

পিএসসি পরীক্ষার সময়সূচি ২০১৯

তারিখ ও দিনবিষয়সময়
১৭/১১/২০১৯
রবিবার
ইংরেজিসকাল ১০টা ৩০ – দুপুর ১টা
১৮/১১/২০১৯
সোমবার
বাংলাসকাল ১০টা ৩০ – দুপুর ১টা
১৯/১১/২০১৯
মঙ্গলবার
বাংলাদেশ ও বিশ্বপরিচয়সকাল ১০টা ৩০ – দুপুর ১টা
২০/১১/২০১৯
বুধবার
প্রাথমিক বিজ্ঞানসকাল ১০টা ৩০ – দুপুর ১টা
২১/১১/২০১৯
বৃহস্পতিবার
ধর্ম ও নৈতিক শিক্ষাসকাল ১০টা ৩০ – দুপুর ১টা
২৪/১১/২০১৯
রবিবার
গণিতসকাল ১০টা ৩০ – দুপুর ১টা

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি ২০১৯

তারিখ ও দিনবিষয়সময়
১৭/১১/২০১৯
রবিবার
ইংরেজিসকাল ১০টা ৩০ – দুপুর ১টা
১৮/১১/২০১৯
সোমবার
বাংলাসকাল ১০টা ৩০ – দুপুর ১টা
১৯/১১/২০১৯
মঙ্গলবার
বাংলাদেশ ও বিশ্বপরিচয়সকাল ১০টা ৩০ – দুপুর ১টা
২০/১১/২০১৯
বুধবার
আরবিসকাল ১০টা ৩০ – দুপুর ১টা
২১/১১/২০১৯
বৃহস্পতিবার
কুরআন মাজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহসকাল ১০টা ৩০ – দুপুর ১টা
২৪/১১/২০১৯
রবিবার
গণিতসকাল ১০টা ৩০ – দুপুর ১টা

পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষার রুটিন ২০১৯

পিএসসি ও ইবতেদায়ী পরিক্ষার রুটিন প্রকাশ করা মাত্রই আমাদের সাইটে প্রকাশ করা হয়েছে। যেকোনো প্রকার আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।


প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ সংক্রান্ত কিছু তথ্য

  • ১১তম বারের মতো সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিএসসি পরীক্ষা।
  • প্রতিটি পরীক্ষা সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়।
  • বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য ৩০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে।
  • পিএসসি পরীক্ষার ফি ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
  • পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার হলে পরীক্ষার্থীদের উপস্থিত বাধ্যতামূলক।
  • চলতি বছরেই ডিসেম্বরের শেষ সপ্তাহে পিএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।

আমাদের সাইটে আরো পাবেনঃ

পিএসসি রুটিন ২০১৯, ইবতেদায়ী রুটিন ২০১৯,পিএসসি রুটিন ডাউনলোড করুন, ২০১৯ সালের সমাপনী পরীক্ষার সময়সূচি, পি এস সি সময়সূচী 2019, পিএসসি পরীক্ষা কবে?, পরীক্ষা শুরুর সময়, মানবন্টন, মাদ্রাসা বোর্ডের পিএসসি রুটিন, ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষা, পঞ্চম শ্রেনির ফাইনাল পরীক্ষার সময়সূচি, PSC, EBT, Routine Download, Exam Schedule, Primary School Certificate Exam 2019, PSC Exam Routine PDF

PSC,JSC, SSC, HSC সহ বিভিন্ন পরীক্ষার রেজাল্ট রুটিন এবং সাজেসন পেতে নিয়মিত alltipsbd.com এর সাথেই থাকুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন