All Tips And Tutorials

Online-money exchanger list

চাকরি ইন্টারভিউ কৌশল: যে কোন চাকরির ইন্টারভিউতে পাস করার ১০ টি সহজ পদ্ধতি

চাকরি ইন্টারভিউ কৌশল: শীর্ষ ১০ পদ্ধতি, চাকরি ইন্টারভিউ, অনেক সময় "ভিভা" হিসেবে বর্ণিত হয়, অনেক সংদর্ভে, আত্মবিশ্বাসের অভাব করতে ...

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

আপনার ফোনের স্ক্রিনের যেখানে টাচ করবেন সেখানেই গোল চিহ্ন আসবে কোন এপ ছাড়াই করে ফেলুন এই দারুন সিস্টেম

0 comments
আস্সালামু আলাইকুম, কেমন আছেন সবাই...? আশা করি ভালই আছেন, আর আমিতো ভালই আছি। আজকে আপনাদের মাঝে দারুন একটা টিপ্স নিয়ে হাজির হলাম।

এন্ড্রইড ফোন নিয়ে আমাদের ঘাটাঘাটির আর শেষ নেই। ব্যাবহারের সুবিধার পাশাপাশি সবাই চাই নিজের ফোনটি সবার চেয়ে আকর্ষনীয় হোক। আবার অনেক সময় ফোন স্লো কাজ করলে টাচ লেগেছে কিনা বা ঠিক জায়গা মত টাচ লাগলো কিনা তা বোঝা মুশকিল। এই সমস্যা নিয়েই আমার আজকের টিউটোরিয়াল।

এই সমস্যা থেকে মুক্তির জন্য এন্ড্রইড অপারেটিং সিস্টেম তাদের Show Taps/Touch অপশনটি রেখেছে।  Show Taps/Touch চালু করলে আপনার ফোনের স্কিনের যেখানে টাচ করবেন সেখানেই গোল গোল চিহ্ন দেখাবে।

আপনার ফোনের স্ক্রিনের যেখানে টাচ করবেন সেখানেই গোল চিহ্ন আসবে কোন এপ ছাড়াই করে ফেলুন এই দারুন সিস্টেম
কিভাবে Show Taps/Touch অপশন চালু করবেন...?
Show Taps/Touch অপশন চালু করতে হলে আপনাকে অবশ্যই ফোনের ডেভেলপার অপশন চালু করতে হবে। আপনি যদি ডেভেলপার অপশন চালু করতে না পারেন তাহলে কিভাবে ডেভেলপার অপশন চালু করবেন তা জানতে এই পোস্টটি দেখতে পারেন

আশাকরি এতক্ষণে ডেভেলপার অপশন চালু করে ফেলেছেন।

এবার Settings এ যান।

আপনার ফোনের স্ক্রিনের যেখানে টাচ করবেন সেখানেই গোল চিহ্ন আসবে কোন এপ ছাড়াই করে ফেলুন এই দারুন সিস্টেম

System এ যান।
আপনার ফোনের স্ক্রিনের যেখানে টাচ করবেন সেখানেই গোল চিহ্ন আসবে কোন এপ ছাড়াই করে ফেলুন এই দারুন সিস্টেম
Developer Option এ যান।
আপনার ফোনের স্ক্রিনের যেখানে টাচ করবেন সেখানেই গোল চিহ্ন আসবে কোন এপ ছাড়াই করে ফেলুন এই দারুন সিস্টেম

স্ক্রল করে নিচে গিয়ে দেখেন Show Taps/Touch অপশনিট আছে ওইটা অন করে দিন।

আপনার ফোনের স্ক্রিনের যেখানে টাচ করবেন সেখানেই গোল চিহ্ন আসবে কোন এপ ছাড়াই করে ফেলুন এই দারুন সিস্টেম

এবার দেখুন আপনি যেখানে টাচ করবেন সেখানেই সুন্দর একেটা চিহ্ন আসবে।

নতুন নতুন টিপ্স পেতে  AllTipsBD এর সাথে থাকুন 
ধন্যবাদ...



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন